তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে কী বললেন তামিম ইকবাল
দেশজুড়ে এখন ঈদের ছুটির আমেজ, ক্রিকেটাঙ্গনও আপাতত ব্যস্ততাহীন। এমন নিস্তরঙ্গ সময়ে ভক্ত–সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারীদের উদ্দেশে কিছু কথা বলেছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আজ এক ফেসবুক পোস্টে একটি ‘তদন্ত কমিটির প্রতিবেদন’কে কেন্দ্র করে নিজের বক্তব্য তুলে ধরেন।
তবে আলোচিত প্রতিবেদনটি কোন বিষয়ে গঠিত কমিটির, অথবা কোনো ব্যক্তির নাম তিনি উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা
পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদনকে ইঙ্গিত করেছেন তামিম।
দেশজুড়ে এখন ঈদের ছুটির আমেজ, ক্রিকেটাঙ্গনও আপাতত ব্যস্ততাহীন। এমন নিস্তরঙ্গ সময়ে ভক্ত–সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারীদের উদ্দেশে কিছু কথা বলেছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আজ এক ফেসবুক পোস্টে একটি ‘তদন্ত কমিটির প্রতিবেদন’কে কেন্দ্র করে নিজের বক্তব্য তুলে ধরেন।
তবে আলোচিত প্রতিবেদনটি কোন বিষয়ে গঠিত কমিটির, অথবা কোনো ব্যক্তির নাম তিনি উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদনকে ইঙ্গিত করেছেন তামিম।
সম্প্রতি একটি গণমাধ্যমের খবরে বলা হয়, সেই তদন্ত কমিটির প্রতিবেদনে তামিমের বিরুদ্ধে দলের ভেতরের খবর বাইরে ফাঁস করার অভিযোগ করেছিলেন তাঁরই সতীর্থ ও সেই বিশ্বকাপের বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচে নাসুম আহমেদকে চন্ডিকা হাথুরুসিংহের থাপ্পড়ের ঘটনা তামিম ও তৎকালীন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই মিডিয়ায় দিয়েছিলেন বলে অভিযোগ সাকিবের। প্রতিবেদনে সেটি উল্লেখ করা হয়েছে এভাবে, ‘তাঁকে ‘‘থাপ্পড়’’ মারার অভিযোগের বিষয়ে নাসুমকে ফোন করেছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এবং তামিম ইকবাল। মিডিয়াতে খবরটি তাঁরাই ফাঁস করেছেন। তাঁরা এমন একটি প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছেন, যাতে হেড কোচের চাকরি যায়।’
‘‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না!
যাঁরা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।
আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধু ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।
যাঁরা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাঁদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তাঁর ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তাঁরা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তাঁরা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!
কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন।
এ ব্যাপারটিকে যাঁরা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাঁদেরকে আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’’
Post a Comment