সাকিব আল হাসান: যেসব বাধা পেরিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের শিখরে
সাকিব আল হাসান—বাংলাদেশ ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। শুধু দেশের গণ্ডিতে নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন তিনি। কিন্তু এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। শূন্য থেকে শুরু করে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে সাকিবকে পেরোতে হয়েছে অনেক বাধা, শুনতে হয়েছে অনেক সমালোচনা, লড়তে হয়েছে নিজের সাথেও। চলুন জেনে নিই সেই সংগ্রামী পথচলার কিছু অধ্যায়—
সাকিবের জন্ম মাগুরায়, যেখানে বড় মঞ্চ বা পরিকাঠামো তেমন ছিল না। ছোট শহরের এক কিশোর যখন জাতীয় দলের স্বপ্ন দেখে, তখন সেটাকে বলা হয় ‘অসম্ভব’। কিন্তু সাকিব নিজের প্রতিভা ও নিষ্ঠার জোরে সেই অসম্ভবকে সম্ভব করেছেন।
বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে জায়গা করে নেওয়া সহজ ছিল না। অনেকেই তাকে আন্ডাররেট করতেন। কিন্তু ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকেই প্রমাণ করে দেন—তিনি এসেছেন টিকে থাকার জন্য, নয় হারিয়ে যাওয়ার জন্য।
একজন অলরাউন্ডারের জন্য ব্যাট ও বল—দুটিতেই ধারাবাহিকতা বজায় রাখা দারুণ চ্যালেঞ্জিং। সাকিবও ফর্মহীনতায় ভুগেছেন, কখনো ব্যাটে, কখনো বলে। বিশেষ করে ক্যারিয়ারের মধ্যবর্তী পর্যায়ে বারবার প্রশ্ন উঠেছে তার পারফর্মেন্স নিয়ে। কিন্তু তিনি প্রতিবার ফিরে এসেছেন আরো শক্ত হয়ে, প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব।
সাকিব ছিলেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক। তবে নেতৃত্বের চাপে তার আচরণ ও মাঠের বাইরের কিছু সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। এমনকি নিষেধাজ্ঞাও ভোগ করতে হয়েছে তাকে। ২০১৯ সালে আইসিসি এক বছরের জন্য নিষিদ্ধ করে তাকে—যা একসময় মনে হচ্ছিল তার ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে। কিন্তু তিনি ফিরে এসেছেন, আবারও শীর্ষে উঠে এসেছেন।
ক্রিকেট মাঠের চাপের বাইরেও সাকিবের জীবনে এসেছে পারিবারিক নানা চ্যালেঞ্জ। একদিকে ক্যারিয়ার, অন্যদিকে পরিবার—এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে হয়েছে। কিন্তু কখনোই খেলায় নিজের সেরাটা দিতে পিছপা হননি।
এই সমস্ত চ্যালেঞ্জ পেরিয়ে সাকিব হয়েছেন বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হয়েছেন। এমন কীর্তি নেই কোনো অন্য ক্রিকেটারেরই। ওয়ানডে বিশ্বকাপে এক আসরে ৬০০’র বেশি রান ও ১০ উইকেট—এই অনন্য কীর্তিও তারই।
সাকিব আল হাসান শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একজন অনুপ্রেরণার প্রতীক। তার জীবনের গল্প আমাদের শেখায়—প্রতিভা থাকলে এবং কঠোর পরিশ্রম করলে, যত বাধাই আসুক, জয় করা সম্ভব সব শিখর। আজ তিনি শুধু সাকিব নন—তিনি বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’, একজন বিশ্ববাসীর শ্রদ্ধেয় নাম।
আপনার মতামত কমেন্টে জানান—আপনি সাকিবের কোন পারফরম্যান্সে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন?
Post a Comment